৮৯ রিভাইভড, ৮৯ রিভাইভড, ৮৯ রিভাইভড এসো বাঁচি বন্ধুত্বে।
ভালোবাসা দিয়ে মোরা গড়েছি একটি প্লাটফর্ম এখানেই খুঁজে পাবি তোরা শুধু ভালো থাকার আয়োজন।
তবে এসো কণ্ঠ মিলিয়ে বলি ৮৯ রিভাইভড, ৮৯ রিভাইভড, ৮৯ রিভাইভড এসো বাঁচি বন্ধুত্বে। এখানে নেই কোন ভেদাভেদ নেই কোন ছোট বড় সবাই সবার বন্ধু হয়ে থাকবো ছায়ারই মত।
তবে এসো কণ্ঠ মিলিয়ে বলি ৮৯ রিভাইভড, ৮৯ রিভাইভড, ৮৯ রিভাইভড এসো বাঁচি বন্ধুত্বে।
হারানো বন্ধুকে খুঁজে পেয়েছি এখানে যুক্ত হয়ে আনন্দে হাসিখুশি কাটবে জীবন খুনসুটি অভিমান করে।
তবে এসো কণ্ঠ মিলিয়ে বলি ৮৯ রিভাইভড, ৮৯ রিভাইভড়, ৮৯ রিভাইভড এসো বাঁচি বন্ধুত্বে।
কথা, সুর ও সংগীত পরিচালনা: এস এম বাবু