বন্ধুত্বের এই অনুপম ভূবনে স্বাগতম
  • +880 1670-436377, +880 1819-380403, +880 1717-157591
  • info@89revived.com
  • Keya Mansion, 4th Floor,
    CDA Commercial Area, 6, Momin Road, Chattogram-4000
বন্ধুত্বের কথকতা….

আমাদের সম্পর্কগুলো ছোঁয়া যায়না বা স্পর্শ করা যায়না। আমাদের ভালোলাগাগুলো কখনো হারায় না। থমকে দাঁড়ায় না কোনো পথের বাঁকে। তবে ভালোলাগাগুলোর অবিরাম ছুটে চলাও আমাদের ব্যস্ততার ফাঁকে একটু জিরিয়ে নেয়। অনুভূতির স্পন্দনগুলো হৃদয় নিংড়ানো প্রস্তরে এঁকে যায় স্বস্তির ছবি। অনন্ত জীবন রেখায় দূরন্ত ছুটে চলার অবসরে খুঁজে পাই ভালোলাগার অতি সঙ্গত অথচ চিরন্তন বাস্তবতা। কারণ আমাদের এই ভালোলাগার নাম-ই বন্ধুত্ব।

আমাদের প্রথম মাইলফলক উৎরানোর কাল ‘ঊননব্বই’। মুক্তির আশে ভেসে চলা গণজোয়ারে পাল তোলা অন্তিম তরণী। কালজয়ী অধ্যায়ের প্রতিটি পংক্তিতে লেখা ছিল আমাদের আগমনী স্বপ্নের কথা। স্বপ্ন পূরণে যে যার মতো হয়েছি অশ্বারোহী। সময়ের আবর্তনে পুনরুজ্জীবন অতি জরুরি। আমরা পুনরুজ্জীবিত। এই অব্দি অষ্টপ্রহরের সহযাত্রী। আমাদের চৌহদ্দিতে আমরা নই সীমাবদ্ধ। যেখানে-যেভাবে-যেক্ষণে প্রয়োজন দাঁড়ানোর, সেই প্রয়োজনে আপামরের পাশে থাকার ব্রতে আমরা একাট্টা- এই একবিংশ শতাব্দীর সিকিভাগে। পুনরুজ্জীবিত ঊননব্বই হোক মানুষের কল্যাণে স্বপ্নিল যাত্রার একটি অনুসরনীয় পথিকৃৎ।

এসো বাঁচি বন্ধুত্বে। বন্ধুত্ব বাঁচুক বন্ধনে। বন্ধনের সীমারেখা ফুসফুসে জমানো নির্মল বাতাসে করুক অবগাহন। ছুটে যাক আদিগন্ত। বন্ধন অনুরণিত হোক আলিঙ্গনে অথবা ইথারের ভাষায়। সেলক্ষ্যে বন্ধনকে অনিরুদ্ধ করার অভিপ্রায়ে আমরা পুনরুজ্জীবিত হয়েছিলাম ২০১৬ সালের ১৫ এপ্রিল শুক্রবারে চট্টগ্রামের বিভিন্ন স্কুলের ৮৯ সালের এসএসি ব্যাচ এর বন্ধুরা। গড়ে তুলেছিলাম 89 Revived আমাদের এই সংগঠন, যা পরবর্তীতে সারাদেশের এসএসসি ৮৯ ব্যাচের বন্ধুদের কাছে ছড়িয়ে পড়ে। অভাবনীয় সাড়া পায় দেশের সর্বপ্রথম রিয়েল লাইফ ব্যাচওয়ারি বন্ধুত্বের এই প্ল্যাটফর্ম।

ডিজিটাল যুগের চাহিদা মেটাতে আমাদের নতুন উদ্যোগ এই ওয়েব সাইট। এই সাইটে বর্তমান ও আগামীর নানা কার্যক্রমের ফিরিস্তি যেমন থাকবে তেমনি থাকবে অতীতকে ধরে রাখার প্রয়াস। বন্ধুত্ব অটুট থাকুক। এসো বাঁচি বন্ধুত্বে।